ডিসলাইক’ বাটন আনছে ফেসবুক

‘ডিসলাইক’ বাটন আনছে ফেসবুক!
ফেসবুক ‘ডিসলাইক’ বাটন আনছে বলে দাবি করেছে টেকক্রাঞ্চ নামে একটি ওয়েবসাইট। প্রাথমিকভাবে ফেসবুকে ‘লাইক’ করার সুবিধাই ছিল। তারপরে ‘লাভ’, ‘স্মাইল’, ‘অ্যাংগ্রি’, ‘হাহা’, ‘স্যাড’ ইত্যাদি ইমোজি আসে। কিন্তু তবুও কোনো পোস্ট অপছন্দ হলে সেটা জানানোর কোনো রাস্তা ছিল না। এবার তাই লাইকের পাশাপাশি ‘ডিসলাইক’ বাটনও আনছে ফেসবুক।
টেকক্রাঞ্চ আরও দাবি করে, কর্মীদের সঙ্গে এক বৈঠকে নাকি ডিসলাইক বাটন আনার এই ঘোষণা দিয়েছেন ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ। তিনি সেখানে জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে চালু করার জন্য ডিসলাইক বাটনটি প্রায় প্রস্তুত। ২০০৯ সালে ফেসবুকে লাইক বাটন যোগ করা হয়। এরপর থেকে ডিসলাইক বাটন যোগ করার জন্য ব্যবহারকারীদের পক্ষ থেকে দাবি উঠতে থাকে।
তবে একটি সাক্ষাৎকারে জুকারবার্গ বলেছিলেন, ‘ডিসলাইক বাটন রাখলে ফেসবুকে পোস্টকর্তাদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আমরা ডিসলাইক বাটন রাখি না। ’ তবে শেষ পর্যন্ত জুকারবার্গ নিজের নীতি থেকে সরে আসেন কি না, সেটাই এখন দেখার বিষয়। ‌‌

মন্তব্যসমূহ