মুরাদনগর উপজেলা

মুরাদনগর
বিভাগ
- জেলা
চট্টগ্রাম বিভাগ
- কুমিল্লা জেলা
স্থানাঙ্ক
২৩°৩৮′১৯″উত্তর ৯০°৫৫′৫৭″পূর্ব / ২৩.৬৩৮৫°
উত্তর ৯০.৯৩২৫° পূর্ব
আয়তন
৩৪০.৯৩ বর্গকিমি
সময় স্থান
বিএসটি ( ইউটিসি+৬ )
জনসংখ্যা ( ২০১১)
- ঘনত্ব
- শিক্ষার হার
৬,৬৭,৩২০জন [১]
-
- ৪৬%
ওয়েবসাইট : উপজেলা প্রশাসনের ওয়েবসাইট
মুরাদনগর উপজেলা বাংলাদেশের কুমিল্লা জেলার
অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। ২ টি থানা ও তাদের
অন্তর্ভূক্ত ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলাটি
কুমিল্লা জেলার সর্ববৃহৎ উপজেলা ।[১]
অবস্থান
কুমিল্লা জেলা সদর থেকে সড়ক পথে ৩৫.৪২
কিলোমিটার দূরে গোমতী নদীর তীরে
মুরাদনগর উপজেলা অবস্থিত। এর উত্তরে
নবীনগর উপজেলা, পূর্বে দেবীদ্বার ,
ব্রাহ্মণপাড়া ও কসবা উপজেলা, দক্ষিণে চান্দিনা ও
দেবীদ্বার উপজেলা এবং পশ্চিমে দাউদকান্দি ,
হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা অবস্থিত।
প্রশাসনিক এলাকা
মুরাদনগর উপজেলার আয়তন ৩৪০.৯৩ বর্গ
কিলোমিটার। এই উপজেলা বর্তমানে ২ টি থানায়
বিভক্ত এবং ১ টি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত।
উপজেলায় মৌজার সংখ্যা ১৫৩টি, গ্রামের সংখ্যা ৩০৮টি।
পৌরসভার নাম মুরাদনগর পৌরসভা ;
থানা দুটি হল মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানা;
ইউনিয়নগুলো হচ্ছে: শ্রীকাইল ইউনিয়ন ,
আকুবপুর ইউনিয়ন , আন্দিকোট ইউনিয়ন , পূর্ব
পূর্বধইর ইউনিয়ন , পশ্চিম পূর্বধইর ইউনিয়ন , পূর্ব
বাংগরা ইউনিয়ন , পশ্চিম বাংগরা ইউনিয়ন , চাপিতলা ইউনিয়ন ,
কামাল্লা ইউনিয়ন , যাত্রাপুর ইউনিয়ন , দক্ষিণ
রামচন্দ্রপুর ইউনিয়ন , উত্তর রামচন্দ্রপুর ইউনিয়ন ,
মুরাদনগর ইউনিয়ন , পূর্ব নবীপুর ইউনিয়ন , পশ্চিম
নবীপুর ইউনিয়ন , ধামঘর ইউনিয়ন , জাহাপুর ইউনিয়ন ,
ছালিয়াকান্দি ইউনিয়ন , দারোরা ইউনিয়ন , পাহাড়পুর
ইউনিয়ন , বাবুটিপাড়া ইউনিয়ন এবং টনকী ইউনিয়ন ।
ইতিহাস
এক সময়ের শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও সাহিত্যের
পাদপীঠ মুরাদনগর একটি প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ
জনপদ হিসাবে বহুল পরিচিত। মুরাদনগর উপজেলা ১৮৫৮
সালে প্রথম থানা হিসেবে আত্মপ্রকাশ করে। সে
সময়ে এ থানার নাম ছিল থোল্লা। ১৮৭৮ সালে এর
পুন: নাম করণ করা হয় মুরাদনগর। মুরাদনগর উপজেলার
নামকরণ সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়না।
তবে জনশ্রুতি আছে যে, মোগল সম্রাট শাহ্
জাহানের কনিষ্ঠ পুত্র মুরাদ কোন এক সময়ে এ
এলাকায় এসেছিলেন। সে অনুসারে এ এলাকার
নামকরণ মুরাদনগর করা হয়েছে। এছাড়া অনেকের
মতে, মুরাদনগর মূলত: মির মুরাদ আলীর নাম অনুসারে
হয়, যিনি ছিলেন তৎকালীন বৃটিশ শাসনের একজন
রেভিনিউ কালেক্টর। জাতীয় কবি কাজী নজরুল
ইসলামের স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলার পরিচয়
পাওয়া যায় কবি রচিত নিচের গানে- উপল নুড়ি কাঁকন চুড়ি
বাজে বাজ ঘুমতি নদীর জলে।
এক নজরে মুরাদনগর উপজেলা
আয়তন : ৩৪০.৯৩ বর্গ কিলোমিটার
ইউনিয়নের সংখ্যা: ২২ টি
মৌজার সংখ্যা: ১৫৩ টি
গ্রামের সংখ্যা: ৩০৮ টি
পরিবার সংখ্যা: ৮২,৭০০ টি
পুলিশ স্টেশন: ০১ টি
পুলিশ ক্যাম্প: ০১ টি
পরিবার পরিকল্পনা ক্লিনিকের সংখ্যা : ০১ টি
সক্ষম দম্পতির সংখ্যা : ৯৯,৮৫৪ জন
পরিবার পরিকল্পনা কেন্দ্রের সংখ্যা : ১২ টি
কমিউনিটি ক্লিনিক : ৩৮ টি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ০১ টি
উপ-স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা : ০১ টি
পশু হাসপাতাল : ০১ টি
কৃত্রিম প্রজনন কেন্দ্রের সংখ্যা : ০২ টি
আশ্রয়ন প্রকল্পের সংখ্যা : ০২ টি
আদর্শ গ্রাম প্রকল্প : ০৫ টি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন : ০১ টি
জনসংখ্যার উপাত্ত
জনসংখ্যা (২০১১ সনের আদমশুমারী অনুযায়ী):
৬,৬৭,৩২০ জন
পুরুষ: ৩,৩১,৩৬০ জন
মহিলা: ৩,৩৫,৩৬০ জন
বৃদ্ধির হারঃ ১.১৬% (২০১১ সনের আদমশুমারী
অনুযায়ী)।
শিক্ষা
শিক্ষিতের হার(২০১১ সনের আদমশুমারী
অনুযায়ী): ৪৬%
কলেজ :
সরকারী কলেজ : নেই
বেসরকারী কলেজ : ১৩ টি
বেসরকারী মহিলা কলেজ : ০১ টি
মাধ্যমিক বিদ্যালয়:
সরকারী মাধ্যমিক বিদ্যালয় : ০১ টি
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় (৬টি জিুনিয়রসহ): ৫১
টি
মাধ্যমিক মহিলা বিদ্যালয় : ১১ টি
বেসরকারী মাদ্রাসা:
দাখিল, আলিম, ফাজিল ও ১টি কামিল মাদ্রাসাসহু : ৩৪ টি
বেসরকারী মহিলা দাখিল মাদ্রাসা : ০১ টি
কওমি মাদ্রাসা : ১৪৩ টি
প্রাথমিক বিদ্যালয় :
সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১৪৯ টি
বেসরকারী রেজি: প্রাথমিক বিদ্যালয় : ২৬ টি
স্বল্পব্যয়ী কমিউনিটি বিদ্যালয়: ২৯ টি
অর্থনীতি
ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা : ০১ টি
গ্যাস ফিল্ড চালু : ০২ টি
গ্যাস ফিল্ড (পরিত্যক্ত): ০১ টি
বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা : ১৪৫ টি
ইউনিয়ন ভূমি অফিস : ২১ টি
হাট-বাজারের সংখ্যা : ৩৫ টি
বার্ষিক খাদ্য উৎপাদন : ৭৯,৮৫৯ মে: টন
খাদ্যের চাহিদা : ৮৯,৪৭৬.১৪ মে: টন
খাদ্য ঘাটতি : ৯,৬১,৭১৪ মে: টন
কৃতী ব্যক্তিত্ব
আলহাজ আবুল হাসেম - সাবেক গন পরিষদ সদস্য;
আলহাজ ইউসুফ আব্দুল্লাহ হারুন - রাজনীতিবিদ ও
শিল্পপতি (এফবিসিসিআই’র সাবেক সভাপতি);
আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
কায়কোবাদ - সাবেক সংসদ সদস্য।
বিবিধ
বিশেষ করে এই থানাধীন গ্রাম গাংগাটিয়া খুব দ্রুত
উন্নয়ন সাধন করছে।
আরও দেখুন
তথ্যসূত্র
1. ↑ ১.০ ১.১ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন,
২০১৪)। "এক নজরে মুরাদনগর" ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগৃহীত
২০ জুন, ২০১৫।

মন্তব্যসমূহ